জীবনের সেরা দিনগুলো পুনরুজ্জীবিত করি, যেখানে বন্ধুদের সাথে স্মৃতি তৈরি হয়েছিল। সেই স্মৃতি, মজা আর আড্ডায় আবার ফিরে আনি
স্কুলের দিনগুলোর আনন্দকে ফিরে পেতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করি।
পুরনো অর্জনগুলো স্মরণ করি, বন্ধুদের সাথে যোগাযোগ করি এবং নতুন স্মৃতি তৈরি করি.
প্রেক্ষাপট: বাংলাদেশের সমগ্র অঞ্চলের ১৯৮৬ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ/অংশ-গ্রহণকারী/১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত সকল সহপাঠীদের বন্ধুত্ব ও সৌহার্দ্যের পতাকাতলে একত্রিত করে বন্ধু-কল্যাণ তথা দেশ ও জাতির উন্নয়নে মূল ধারায় অংশগ্রহণের লক্ষ্য্যে ২১শে জানুয়ারি, ২০২০ তারিখে “এসএসসি ১৯৮৬ বাংলাদেশ” নামে অরাজনৈতিক সংগঠনটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। যার সমাজ কল্যাণ কর্তৃক রেজিষ্ট্রেশন নম্বর ঢ - ০৯৯৫৭।
লক্ষ্য: এসএসসি ১৯৮৬ বাংলাদেশের সকল সহপাঠী বন্ধুদের সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন, সম-অংশগ্রহণের মাধ্যমে কল্যাণ ও সমৃদ্ধির পথে এক সাথে এগিয়ে চলা।
বৈশিষ্ট্য: